দুর্দান্ত ফর্মের থাকা সাইফ হাসান ব্যাট হাতে আবারও জ্বলে উঠলেন। এক প্রান্ত আগলে রেখে খেললেন দুর্দান্ত সব শট। তাতে একটা সময় জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ দল। তবে অন্য প্রান্তে তিনি পাননি যোগ্য সঙ্গী। যে কারণে শেষ পর্যন্ত তার লড়াই গেল বৃথা। এ সুযোগে ৪১ রানে জিতে এবারের এশিয়া কাপের প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ভারত।দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৬৮ রান করেছিল ভারত। জবাবে ১৯.৩ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সাইফ করেন ৫১ বলে ৬৯ রান, যে ইনিংসে ছিল ৫টি ছক্কা। ফাইনালে উঠতে আজ পাকিস্তানকে হারাতেই হবে টাইগারদের।ভারতের দেয়া ১৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বুধবার শুরুতেই তানজিদ হাসানকে হারায় বাংলাদেশ। তবে বাংলাদেশের পাওয়ার প্লে খারাপ যায়নি। প্রথম ৬ ওভারে...