আওয়ামী লীগ ছাড়াই দেশের মানুষ নির্বাচন চায়—প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যেদিন (২১ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করলেন, তার পরদিনই নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না।’ এর ঠিক একদিন পরে ২৪ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকের খবরে বলা হয়, আগামী নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী ২৯৮টি আসনে প্রার্থী ঠিক করেছে। শুধু তাই নয়, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে প্রথম এবং গত জুলাইয়ে দ্বিতীয় পর্যায়ের জরিপ পরিচালনা করার তথ্য দিয়ে জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা আগামী নির্বাচনে রংপুর ও খুলনা বিভাগের ৬৮টি আসনের সবগুলো, রাজশাহী বিভাগের ৩৯টি আসনের ১০ থেকে ১২টি, বরিশালের ২১ আসনের তিনটি, চট্টগ্রামের ৫৮ আসনের ১২টি, সিলেটের ১৯...