২৫ সেপ্টেম্বর ১৯২৫, গোপালগঞ্জের আড়ুয়াকান্দিতে এক ক্ষণজন্মা পুরুষের জন্ম হয়েছিল, যিনি তার স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তির মধ্য দিয়ে গড়ে তুলেছিলেন একটি শিল্প সাম্রাজ্য। তার নাম স্যামসন এইচ. চৌধুরী। এটি কেবল একটি নাম নয়, এটি সাহস, সততা এবং মানবসেবার এক জীবন্ত উপাখ্যান। শৈশবে তার স্বপ্ন ছিল বাবার মতো একজন ডাক্তার হওয়ার। কিন্তু সংসারের আর্থিক টানাপোড়েন এবং অনুজ চার ভাই ও দুই বোনের ভবিষ্যতের কথা ভেবে মাত্র ১৭ বছর বয়সে তিনি সেই স্বপ্ন জলাঞ্জলি দিয়ে যোগ দেন রয়্যাল ইন্ডিয়ান নেভিতে। তবে, এখানেই তার দৃঢ় মানসিকতার প্রথম পরিচয় মেলে। তিনি প্রচলিত সিগনালিং শাখায় যোগ না দিয়ে রাডার অপারেটর হওয়ার জন্য চার দিন জেল খাটেন। তার অটল ইচ্ছার কাছে নেভি কর্তৃপক্ষ শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয়। যুদ্ধ শেষে দেশে ফিরে পাবনার ডাক বিভাগে...