ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরেই রাজনীতিতে আসেন অমিতাভ বচ্চন। কংগ্রেসে যোগ দিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন তিনি। তবে সেই রাজনৈতিক জীবন দীর্ঘস্থায়ী হয়নি। তাঁর অগণিত ভক্তের মনে এখনও প্রশ্ন, কেন এত দ্রুত রাজনীতি থেকে সরে আসেন অমিতাভ? সম্প্রতি ‘কেবিসি ১৭’-এর মঞ্চে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। তিনি বলেন, রাজনীতি একটি অত্যন্ত ‘কঠিন কাজ’। অমিতাভ বলেন, আমি আবেগপ্রবণ হয়েই রাজনীতিতে এসেছিলাম। আমার জন্মস্থান এলাহাবাদ, সেখানকার মানুষ আমাকে খুব ভালবাসতেন। সেই ভালবাসার জোরেই ভোটে দাঁড়িয়ে জিতেছিলাম। কিন্তু কয়েক দিন রাজনীতিতে থেকে বুঝতে পারেন, এ কাজ সহজ নয়। তিনি জানান, কিছু দিনের মধ্যেই বুঝলাম বিষয়টি ভীষণ জটিল। এখানে এ দিকও দেখতে হবে, ও দিকও দেখতে হবে, নানা কথার উত্তর দিতে হবে, অনেক বিষয় সামলাতে হয়। খুব কঠিন! তবে রাজনীতিতে স্বল্প...