এতোদিন টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার ছিলেন সাকিব আল হাসান। তবে বুধবার রাতে ভারতের বিপক্ষে এক উইকেট নিয়ে তাকে টপকে গেলেন মোস্তাফিজুর রহমান।এরআগে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট নিয়েই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট পাওয়া সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেছিলেন ফিজ। বুধবার ভারতের বিপক্ষে ১ উইকেট নিয়ে তাকে ছাড়িয়ে গেলেন এ বাঁহাতি পেসার। শুধু তাই নয়- টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ১৫০তম উইকেট পেলেন ফিজ। যা ফরম্যাটটিতে টাইগার বোলারদের মধ্যে সর্বোচ্চও।এখন পর্যন্ত ১১৮ টি-টোয়েন্টিতে মোস্তাফিজের শিকার ১৫০ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন তিনি তাঁর আগে এই মাইলফলক ছুঁয়েছেন নিউ জিল্যান্ডের দুই বোলার টিম সাউদি, ইশ সোধি ও আফগানিস্তানের রশিদ খান। ১৭৩ উইকেট নিয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটা আফগান লেগ স্পিনার রশিদ খানের।নিউজজি/সিআর এতোদিন টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি...