বাল্টিক অঞ্চলের প্রতিরক্ষায় ন্যাটো আসলেই কতটা প্রতিশ্রুতিবদ্ধ? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করে যুদ্ধবিমান পাঠিয়ে সেই প্রশ্ন পরোক্ষভাবে সামনে এনেছেন। ন্যাটোর প্রকাশ্য অবস্থানটা স্পষ্ট। ৩২ রাষ্ট্রের এই জোট তাদের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে। সেই প্রতিশ্রুতিরই প্রদর্শন দেখা যাচ্ছে রাশিয়ার সীমান্তঘেঁষা এস্তোনিয়ার টাপা সামরিক ঘাঁটিতে। এস্তোনিয়া ভাষায় টাপার অর্থ হচ্ছে ‘হত্যা’। একসময় এটি ছিল সোভিয়েত বিমানঘাঁটি। এখন এটি এস্তোনিয়ার সেনাবাহিনী এবং ব্রিটিশ নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর একটি বড় ঘাঁটি। গত সপ্তাহে আমি যখন টাপা সফরে গিয়েছিলাম, তখন সেখানে ব্রিটেনের রয়্যাল ট্যাংক রেজিমেন্টের সৈন্যরা সদ্য পৌঁছেছে। ফ্রান্সের একটি ছোট ইউনিটও ঘাঁটিটিতে অবস্থান করছে। চ্যালেঞ্জার-২ যুদ্ধট্যাংক, আর্চার কামানব্যবস্থা, গ্রিফন সাঁজোয়া যানসহ শক্তিশালী অস্ত্রশস্ত্রের মজুত সেখানে রয়েছে। ব্রিটিশ, ফরাসি ও এস্তোনিয়ান সেনাদের একটির একীভূত কমান্ড কাঠামো রয়েছে এবং রাশিয়া যদি...