বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাইয়ে টস জিতে বোলিংয়ে নেমে শুরুর তিন ওভারে দুর্দান্ত বাংলাদেশ। তবে উইকেটের পেছনে অভিষেক শর্মার ক্যাচ ফেললেন পার্ট টাইম ক্যাপ্টেন জাকের আলী অনিক। বাংলাদেশকে যার খেসারত দিতে হয়েছে কড়ায় গন্ডায়। পাওয়ার প্লের ছয় ওভারে টিম ইন্ডিয়ার রান ৭২। নাসুমের এক ওভারেই উঠেছে ২১। এই জুটি ভেঙেছেন রিশাদ হোসেন। দ্রুত দুই উইকেট তুলে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা। মুস্তাফিজের এক ওভারে জোড়া আঘাত। ৩৭ বলে পাঁচ ছক্কা ও ছয়টি চারে ৭৫ করে রান আউট অভিষেক। শেষ দিকে টাইগার বোলারদের কামব্যাকের চেষ্টা। ভারত থেমেছে ৬ উইকেটে ১৬৮ রানে। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নায়ক সাইফ হাসান জ্বলে উঠলেন এই ম্যাচেও। ভাগ্যও কিছুটা সঙ্গী ছিলো তার। চারবার তার ক্যাচ ফেলেছেন ভারতের ফিল্ডাররা। টানা দুই ম্যাচে সাইফের...