বিশ্বের শতাধিক দেশে ২০২৭ সাল থেকে এইচআইভি প্রতিরোধী ইনজেকশন ৪০ মার্কিন ডলারে দুই ডোজ পাওয়া যাবে। ইউনিটাইড ও গেটস ফাউন্ডেশন আজ বুধবার এ তথ্য জানিয়েছে। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। দু’টি সংস্থা লেনাক্যাপাভির-এর সস্তা জেনেরিক সংস্করণ তৈরির জন্য ভারতীয় ওষুধ কোম্পানির সঙ্গে পৃথক চুক্তি করেছে। পরীক্ষায় দেখা গেছে, নিম্ন ও মধ্যম আয়ের দেশের লোকজন বছরে দু’বার ইনজেকশনটি নেওয়ার ফলে এইচআইভি সংক্রমণের ঝুঁকি ৯৯ দশমিক ৯ শতাংশেরও বেশি কমে গেছে। বর্তমানে ক্যালিফোর্নিয়াভিত্তিক গিলিয়েড সায়েন্সেস থেকে ইয়েজটুগো ব্র্যান্ড নামে বাজারজাত করা লেনাক্যাপাভির যুক্তরাষ্ট্রে এক বছরের ডোজের দাম ২৮ হাজার ডলার। ইউনিটাইডের এইচআইভি’র কৌশলগত প্রধান কারমেন পেরেজ কাসাস এক সাক্ষাৎকারে বলেন, এইচআইভি প্রতিরোধের প্রচেষ্টা সম্প্রসারণের জন্য এই সস্তা জেনেরিক সংস্করণ সত্যি খুবই গুরুত্বপূর্ণ। এই ওষুধ দিয়ে...