মানুষ বর্তমান জীবনব্যবস্থায় আগের যেকোনো সময়ের চেয়ে খুব বেশি ব্যস্ত। ফলে বহু মানুষের কোরআনুল কারিম তেলাওয়াত ও তা থেকে জ্ঞানার্জনের ইচ্ছা থাকলেও তারা তা করতে পারেন না।কিন্তু শত ব্যস্ততার মাঝেও কিভাবে কোরআনচর্চা করা যায়, নিম্নে তা তুলে ধরা হলো- চলতি পথে কোরআন তেলাওয়াত: প্রতিদিন কর্মক্ষেত্রে যাতায়াতের সময় আমাদের প্রচুর পরিমাণ সময় নষ্ট হয়, বিশেষত শহরের যানজটের কারণে দীর্ঘ সময় বসে থাকতে হয়। এ সময়ে ফেসবুক বা অন্যকোনো সামাজিক মাধ্যমে ব্যয় না করে কোরআন, কোরআনের অর্থ ও ব্যাখ্যা পাঠ করা যায়। আধুনিক মোবাইল ফোনে ব্যবহার উপযোগী অসংখ্য কোরআনভিত্তিক আলোচনা গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোরে পাওয়া যায়। চলতি পথে কোরআন শ্রবণ:কোরআন দেখে পাঠ করতে ইচ্ছা না করলে চলাচলের পথে কোরআন তেলাওয়াত শোনা যেতে পারে। পবিত্র কাবার ইমাম শায়খ হুজায়ফি, শায়খ সুদাইসি...