দুবাইয়ে ক্রিকেট এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এ ম্যাচ নিয়ে দুদেশের ক্রিকেটপ্রেমীদের উত্তেজনার পারদ চড়েছে। দুদেশের ফুটবলপ্রেমীদের জন্যই আজকের দিনটি বিশেষ। কলম্বোতে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের আজ মুখোমুখি হবে দুটি দেশ। যারা জিতবে তারা চলে যাবে শনিবারের ফাইনালে। কলম্বোর রেসকোর্স মাঠে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপপর্বে নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ নাম লেখায় সেমিফাইনালে। দুই দলের জালে চারটি করে গোল করেছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান চার দলের বি গ্রুপ থেকে ভারতের সঙ্গে এসেছে সেমিফাইনালে। তারা ভুটান ও মালদ্বীপকে হারালেও ভারতের কাছে হেরে গ্রুপ রানার্স-আপ হয়। ফুটবলে পাকিস্তান কখনই বাংলাদেশের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তবে বয়সভিত্তিক আসর বলেই পাকিস্তানকে খাটো করে দেখার সুযোগ নেই। বাংলাদেশের অভিজ্ঞ কোচ গোলাম...