বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা নিয়ে ৩০টির বেশি আপত্তি জমা পড়েছে বিসিবির নির্বাচন কমিশনে, জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আপত্তি গ্রহণ করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপত্তির ওপর শুনানি অনুষ্ঠিত হবে। বুধবার জমা পড়া ৩০টি আপত্তির সিংহভাগই ছিল ক্যাটাগরি-২ এর অধিভুক্ত ১৫টি ক্লাবের কাউন্সিলর না দেওয়া সংক্রান্ত। দুর্নীতি দমন কমিশনের একটি এনফোর্সমেন্ট দলের অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে নির্বাচন কমিশন নিম্নলিখিত ১৫টি ক্লাবকে তালিকার বাইরে রেখে মোট ৬১টি ক্লাব নিয়ে ক্যাটাগরি-২ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। ক্লাবগুলো হচ্ছেÑ ১। এক্সিউম ক্রিকেটার্স ২। ঢাকা ক্রিকেট একাডেমি ৩। মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব ৪। নবাবগঞ্জ ক্রিকেট একাডেমি...