শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। গতকাল বুধবার সকালে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা এক্সপোটার্স অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে। এর প্রেক্ষিতে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনও একই সময়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস) ও স্থলবন্দর কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে। স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, ‘স্থলবন্দরের...