প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী পাটশ্রমিক দলের সভাপতি ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির পরিচালক সাঈদ আল নোমান বলেন, ‘আমি যখন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করি, তখন আমি নিজে পত্রিকায় ভেতরে প্রতিষ্ঠানের লিফলেট ঢোকাতাম। আমার এ কাজের সহযোগী ছিলেন আমার এই হকার ভাইয়েরা। আজকে এই হকার ভাইদের কিছু কথা শুনে তাদের খুব অসহায় মনে হলো। ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন মিডিয়ার কারণে এখন প্রিন্ট মিডিয়ার গ্রাহক কমে যাচ্ছে এটি চরম সত্য। কারণ সবাই কাগজের পত্রিকার খবর অনলাইনে পড়ছে। তাই আমার মতে, হকার ভাইদেরও বিকল্প আয়ের চিন্তা করতে হবে। আপনাদের কাজ ছোট নয়। আমি বিমানে ওঠার সময় আমার ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ২০০ লিফলেট নিয়ে উঠেছিলাম। বিমানের সহযাত্রীদের আমি সেই লিফলেট দিয়েছি। আমি মনে করি এতে লজ্জার কিছু ছিল না।’ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম...