গত জুনে ভারোত্তোলনের আন্তর্জাতিক সংস্থা ওজন ক্যাটাগরিতে পরিবর্তন এনে ফিরিয়ে আনে ৬৯ কেজি। ক্যারিয়ারে শুরুর দিকে এই ওজন শ্রেণিতে কয়েকবার খেলার অভিজ্ঞতা থাকায় মাবিয়া আক্তার সীমান্ত প্রস্তুতি নিচ্ছিলেন নিজেকে আরও এগিয়ে নেওয়ার। মে মাসে চায়না এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলেছেন ৭২ কেজিতে। ওজন কমিয়ে ১৮তম মহিলা জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে অংশ নেন দুবারের এসএ গেমস সোনাজয়ী ভারোত্তোলক। আসরের দ্বিতীয় দিনে ৬৯ কেজি ওজন শ্রেণিতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জিতে নেন স্বর্ণপদক। রেকর্ড বুকেও উঠে যায় তার পারফরম্যান্স। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে সর্বমোট ২২০ কেজি ওজন তুলে উচ্ছ্বাসে ফেটে পড়েন ভারোত্তোলনের সোনার মেয়ে। যে সাফল্য তাকে দেখাচ্ছে এসএ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিকের স্বপ্ন। আগামী বছর জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ১৪তম এসএ গেমসের। পাক্কা ৬ বছর পর যদি বৃহৎ এই ক্রীড়াযজ্ঞ মাঠে গড়ায়, সেটা...