পলিঅ্যামোরি কী সঙ্গীকে ঠকানো?সত্যি যদি স্বীকার করেন, তবে এর উত্তর হলো- হ্যাঁ। কিন্তু বিষয়টি এতটাও সহজ নয়। আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে মনোজগতে চলে নিত্য পরিবর্তন। কখন কোন কারণে কার প্রতি কী অনুভূতি আসে, তা আগে থেকে বলা মুশকিল। আপনি হয়তো অজান্তেই পলিঅ্যামোরির শিকার হচ্ছেন, যখন বুঝতে পারলেন, ততদিনে হয়তো দেরি হয়ে গেছে। হয়তো ভেঙে গেছে আপনার পূর্বকার সম্পর্ক। একে সমস্যা হিসেবে চিহ্নিত করে বের হয়ে আসতে চাইলে সঙ্গীর সঙ্গে খোলাখুলি আলোচনা করতে পারেন। আপনিও একই সঙ্গে দুজনকে পছন্দ করেন?মনের জোর সবার একই রকম হয় না। কেউ মনকে নিয়ন্ত্রণ করেন আবার কেউ মনের দ্বারা নিয়ন্ত্রিত হন। আপনি সম্পর্কে থেকেও অন্য কাউকে পছন্দ করা শুরু করতেই পারেন। কিন্তু এটি স্বাভাবিক হিসেবে না নেওয়াই উত্তম। এমনটা ঘটলে নিজেকে নিয়ে ভাবুন। আপনি যেভাবেই ভাবেন...