২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ এএম প্রিমিয়ার লিগের পরে ইংল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ লিগ কারবাও কাপ।প্রথম স্তরের ফুটবল দলগুলোর সঙ্গে এই লীগে খেলার সুযোগ পাই দ্বিতীয় ও তৃতীয় স্তরের দলগুলো। বুধবার রাতে কারবাও কাপে নতুন মৌসুম মাঠে গড়িয়েছে।আর প্রথম দিনে মাঠে নেমে জয় পেয়েছে শীর্ষ ইংলিশ দলগুলো। প্রিমিয়ার লিগে কিছুটা ছন্দ হারানো ম্যানচেস্টার সিটির জয় ২-০ গোলে। জন স্মিথ স্টেডিয়ামের জয়ে গোল করেছেন ফিল ফোডেন ও স্যাভিনহো। লিগে বার্নলে ও চ্যাম্পিয়ন্স লিগে মোনাকো ম্যাচের আগে এই জয় তাদের যে আত্মবিশ্বাস দেবে, তা তো নিশ্চিতই। ঘরের মাঠে বার্নলে ম্যাচটি ২৭ সেপ্টেম্বর, অ্যাওয়েতে মোনাকোরটি ১ অক্টোবর। সিটির মতো জিতেছে আর্সেনাল, টটেনহ্যাম ও নিউক্যাসলও। এই তিন দলও প্রতিপক্ষের বিবেচনায় শক্তিশালী। তৃতীয় সারির লিগের পোর্ট ভ্যালের সঙ্গে আর্সেনালের জয়ও...