দেশে বক্ষব্যাধিতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। এর অন্যতম কারণ বায়ুদূষণ ও সচেতনহীনতা। ফুসফুসের রোগ নিয়ে গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি বায়ুদূষণ নিয়ন্ত্রণকল্পে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। এমন বিবেচনায় আজ ২৫ সেপ্টেম্বর পালিত হচ্ছে বিশ্ব ফুসফুস দিবস। ‘সুস্থ ফুসফুস, সুস্থ জীবন’ প্রতিপাদ্য সামনে রেখে দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় দেশের খ্যাতনামা বক্ষব্যাধি বিশেষজ্ঞদের নিয়ে রাজধানীর হলিডে ইন হোটেলে এক গোলটেবিল বৈঠক হয় প্রিয় সহকর্মী, অতিথি ও উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ ২৫ সেপ্টেম্বর, বিশ্ব ফুসফুস দিবসে আমরা একত্র হয়েছি মানুষের ফুসফুসের স্বাস্থ্য রক্ষার অঙ্গীকার পুনঃনবীকরণ করতে। এ বছরের থিম আমাদের মনে করিয়ে দেয় শ্বাসযন্ত্রের সুস্থতা রক্ষার মাধ্যমে সুস্থ সমাজ ও সুস্থ জাতি গড়া সম্ভব। বর্তমানে অ্যাজমা, সিওপিডি, যক্ষ্মা, নিউমোনিয়া, ফুসফুসের ক্যানসারসহ বিভিন্ন ফুসফুসজনিত রোগ বেড়ে চলেছে।...