ফরিদা পারভীন / জন্ম : ৩১ ডিসেম্বর ১৯৫৪; মৃত্যু : ১৩ সেপ্টেম্বর ২০২৫ কিংবদন্তি শিল্পী সদ্যপ্রয়াত ফরিদা পারভীনের সঙ্গে প্রথম পরিচয় আজ থেকে ৪০ বছর আগে লোকসংস্কৃতির কিংবদন্তী গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরীর মাধ্যমে। ফরিদা পারভীন তাঁর সৃষ্টিকর্তা প্রদত্ত কণ্ঠে লালনকে নিবেদন করেন। আর আবুল আহসান চৌধুরী লালনকে ঘিরে বস্তুনিষ্ঠ গবেষণায় তাঁকে আমাদের আরো নিকটজন করে দেন। ফকির মকসেদ আলী শাহ, ছিলেন একজন আত্মনিবেদিত মহাত্মা লালনের গানের ভা-ারী। ফরিদা ছিলেন তাঁরই মুরিদ।স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টির অল্প কিছুকাল পরে, ’৭২ সালে, গুরু মকসেদ আলী ফরিদাকে লালনের গান শেখার কথা প্রথম বলেন।তখন কিন্তু মহাত্মা লালন ঘিরে ফরিদার তেমন কোনও ধারণাই নেই।শহুরে শিক্ষিত মধ্যবিত্ত যেভাবে বাউল-ফকিরদের সম্পর্কে একটা উন্নাসিক ধারণা নিয়ে চলে, ফরিদার সেই বয়সে এই ধরনের গান সস্পর্কে ধারণাটা তার থেকে খুব...