টিএস এলিঅট / ২৬ সেপ্টেম্বর ১৮৮৮; মৃত্যু : ৪ জানুয়ারি ১৯৬৫ সৃজনশীল সাহিত্য স্রষ্টা হিসেবে টি এস এলিয়টের বিশ্বব্যাপী খ্যাতির পাশাপাশি মননশীল লেখক হিসেবে তাঁর পরিচিতি স্বল্পই বলা চলে। The Waste Land-এর অগণিত পাঠকের ক’জন তাঁকে Notes Towards The Definition of Culture-এর জন্য মনে করেন? পাঠকের চৈতন্যে এই বইটির কতটুকু প্রভাব রয়েছে? তবে স্বীকার করতেই হয় যে, এ গ্রন্থে তিনি অনেক গুরুত্বপূর্ণ ভাবনা উসকে দিয়েছেন। ১৯৪৮ সালে রচিত এই বইয়ের প্রসঙ্গসমূহ অনেক পাঠকের কাছেই অসহনীয় ও বিভ্রান্তিকর বলে মনে হতে পারে। আবার কেউ কেউ সহমতও পোষণ করতে পারেন। সংক্ষিপ্ত বইটির পৃষ্ঠা সংখ্যা একশোর কাছাকাছি। ৬টি অধ্যায়ে তিনি সংস্কৃতি ও তার অনুষঙ্গ নিয়ে নিজস্ব চিন্তা লিপিবদ্ধ করেছেন। The Three Sense of Culture এই গ্রন্থের প্রথম প্রবন্ধ যেখানে তিনি ব্যক্তি, গোষ্ঠী ও...