দেশের ব্যাংক–বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর দুরবস্থা কাটছেই না। বরং দিন দিন খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়ছে। বহুল আলোচিত আর্থিক খাতের ব্যক্তিত্ব প্রশান্ত কুমার (পি কে) হালদারের রেখে যাওয়া অনিয়মের প্রভাব এখনো বহন করছে এই খাত। তার মালিকানা ও ব্যবস্থাপনায় থাকা কয়েকটি প্রতিষ্ঠানে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি। এসব প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানেও খেলাপি ঋণ ক্রমেই বাড়ছে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত জুন শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৪১ কোটি টাকা, যা মোট ঋণের ৩৫ দশমিক ৭২ শতাংশ। গত বছরের একই সময়ে খেলাপি ঋণ ছিল ২৪ হাজার ৭১১ কোটি টাকা বা মোট ঋণের ৩৩ দশমিক ১৫ শতাংশ। অর্থাৎ এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ২ হাজার ৮৩০ কোটি টাকা। ২০২৩ সালের ডিসেম্বর শেষে এই খাতে খেলাপি ঋণের পরিমাণ...