মিত্রদের আসন ছাড় নিয়েও আলোচনা * সাক্ষাৎকার ইস্যুতে মির্জা ফখরুলের পাশে রয়েছে দল, ব্যাখ্যায় সন্তুষ্ট জাতীয় নির্বাচনকেন্দ্রিক কর্মকাণ্ড পুরোদমে শুরু করেছে বিএনপি। এখন একক প্রার্থী নির্ধারণে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী মাসে অর্থাৎ অক্টোবরে একক প্রার্থী চূড়ান্ত করতে চায় দলটি। মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। ওই বৈঠকে মিত্রদের আসন ছাড়ের বিষয়টিও আলোচনায় উঠে আসে। এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত নেতারা কাজ করছে বলে জানিয়েছেন তারা। বিএনপির একটি সূত্র জানায়, মিত্র রাজনৈতিক দলগুলোকে কোন কোন আসনে ছাড় দেওয়া হচ্ছে তাও অক্টোবরে মৌখিকভাবে জানানো হতে পারে। এছাড়া স্থায়ী কমিটির বৈঠকে সম্প্রতি কলকাতার একটি পত্রিকায় সাক্ষাৎকারের বিষয়ে ব্যাখ্যা দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছে বিএনপি। এই ইস্যুতে দল মহাসচিবের পাশে রয়েছে...