বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা ঘিরে শুরু হয়েছে নানা নাটকীয়তা। খসড়া তালিকার ওপর আপত্তি জানানোর দিন শেষ হতেই সামনে এসেছে চাঞ্চল্যকর কিছু অভিযোগ—যার কেন্দ্রে জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও ফারুক আহমেদবুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাচন কমিশনের কার্যালয়ে জমা পড়েছে মোট ৩০টি আপত্তি। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে ওল্ড ডিওএইচএস ক্লাবের প্রতিনিধি হিসেবে তামিমের কাউন্সিলরশিপ এবং মোহামেডানের হয়ে ফারুক আহমেদের কাউন্সিলরশিপ।তামিমকে ঘিরে ‘ভুতুড়ে’ আপত্তিআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর ঘরোয়া ক্রিকেটে আর না খেলার ইঙ্গিত দিয়েছিলেন তামিম ইকবাল। অথচ আপত্তিপত্রে দাবি করা হয়েছে, তিনি এখনও “রানিং ক্রিকেটার”—তাই গঠনতন্ত্র অনুযায়ী তার কাউন্সিলর হওয়া সম্ভব নয়। শুধু তাই নয়, আপত্তিতে আরও বলা হয়েছে তামিম নাকি ওল্ড ডিওএইচএস ক্লাবের সদস্যই নন।প্রকাশিত হলো...