জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত এবং জনমনে আতঙ্ক তৈরি করতে কয়েকটি জেলা থেকে ঢাকায় এসেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। ঝটিকা মিছিলে অংশ নেওয়ার সময় বুধবার এবং মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় আড়াইশ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শেরেবাংলা নগর, তেজগাঁও, বনানী ও উত্তরাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এসএন নজরুল ইসলাম। এর আগে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। দুপুর ২টার দিকে রাজধানীর পান্থপথে মিছিল শুরু করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। মিনিট কয়েক স্থায়িত্ব ছিল মিছিলটির। পরে পুলিশ এসে পানি ভবন এলাকা থেকে...