দুই দফা দাবি জানিয়ে ৭ দিনের আলটিমেটাম দিয়ে ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন রাবি অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন। দাবিগুলো হলো-২০ সেপ্টেম্বর সংঘটিত ঘটনায় জড়িত শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) পুনর্বহাল করা। এদিকে শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি (ক্লাস-পরীক্ষা বন্ধ) অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। কর্মবিরতির কারণে বুধবার চতুর্থ দিনের মতো অচল ছিল বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। শাটডাউনের প্রতিবাদে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রশিবির। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহাল ও উপ-উপাচার্য, প্রক্টরসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাদের লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৭ দিনের সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরের সামনে...