বাংলাদেশ মাত্র ১৬৯ রানের লক্ষ্য পেয়েছিল। তাতেও লক্ষ্যের ধারেকাছে যেতে পারল না টাইগাররা। হারতে হয়েছে ৪১ রানে। ফাইনালে চলে গেছে ভারত। তবে ম্যাচজুড়ে ক্ষণে ক্ষণে জয়ের আভাস দিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে তানজিদ তামিমের উইকেট হারালেও সাইফ হাসান ও পারভেজ হোসেনের ইমনের জুটিতে পাওয়ার প্লেতে ৪৪ রান তুলে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু ৪১ রানের মধ্যে ইমন, তাওহীদ হৃদয়, শামিম হোসেন ও জাকের আলীর উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়েছে তারা। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে কুলদীপ যাদবকে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন ইমন। সীমানার কাছে অভিষেক শর্মাকে ক্যাচ দেন তিনি। জাসপ্রিত বুমরাহকে ছক্কা মারা ইমন ১৯ বলে আউট হন ২১ রান করে। তাওহীদ হৃদয় হাত খোলার আগেই অক্ষর প্যাটেলের শিকার হন। ১০ বলে তিনি করেন মাত্র ৭। শামিম হোসেন সাধারণত ফিনিশিংয়ে...