ম্যাচে হারজিত থাকবেই। কিন্তু, হারের ধরণে আছে তারতম্য। তারচেয়ে বড় কথা, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই যুগ কাটানো একটা দলের ব্যাটাররা এমন হবেন কেন? ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ৪১ রানে হেরেছে বাংলাদেশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে সাইফ-তামিমরা থেমেছেন ১২৭ রানে। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা চিরায়ত। প্রায় প্রতি ম্যাচে দেখা যায় দুই একজন ভালো খেলেন। বাকিরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেন। ভারতের বিপক্ষেও হয়নি ব্যতিক্রম। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সাইফ হাসান একাই লড়েছেন ভারতীয় বোলারদের বিপক্ষে। চারবার জীবন পাওয়া সাইফ ফেরেন ৫১ বলে ৬৯ রান করে। তার ইনিংসটি সাজানো ছিল ৫ ছক্কা আর ৩টি চারে। সাইফ ছাড়া কেবল পারভেজ হোসেন ইমন পার করতে পেরেছেন দুই অঙ্কের ঘর। ১৯ বলে ২১ রান করেন তিনি। বাকিরা কেউই পারেননি দুই অঙ্ক স্পর্শ...