পুঁজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ আভিভা ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের (পূর্বের নাম রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিস) ঋণসহ বিভিন্ন আর্থিক লেনদেন ও অর্থপাচার তদন্তে নেমেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটি আর্থিক খাতের বহুল আলোচিত এস আলম গ্রুপের মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান। জানা গেছে, বিএসইসি পুঁজিবাজার এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে প্রতিষ্ঠানটির অনিয়ম তদেন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে নির্দেশনার পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) অবহিত করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন বিএসইসির পরিচালক মনসুর রহমান, যুগ্ম পরিচালক সুলতানা পারভীন ও সহকারী পরিচালক মো. মারুফ হাসান। ব্রোকারেজ হাউজটির বিরুদ্ধে শেয়ার কারসাজি, সমন্বিত গ্রাহক হিসাবে (সিসিএ) ঘাটতি,...