ক্যারিয়ারের শুরুটা মডেলিং দিয়ে হলেও চলচ্চিত্রে অভিনয় করেই বাজিমাত করেন সুনেরাহ বিনতে কামাল। প্রথম সিনেমা ‘ন ডরাই’-এ অনবদ্য অভিনয়ের সুবাদে শুরুতেই সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন এই মডেল-অভিনেত্রী। ২০১৯ সালে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেন তানিম রহমান অংশু। প্রথম চলচ্চিত্রের পরই বড় পর্দার নির্মাতাদের নজরে আসেন সুনেরাহ। একে একে কাজ করেন বেশ কয়েকটি ছবিতে। চলচ্চিত্রের পর ২০২২ সালে সুনেরাহ নাম লেখান নাটকের খাতায়। টিভিতে তার প্রথম নাটক ‘শূন্য থেকে শুরু’। এতে তার বিপরীতে ছিলেন তাহসান। গত বছর রাগীব রায়হানের পরিচালনায় আবার নাটকে ফেরেন সুনেরাহ। ‘দাবাঘর’ নামের নাটকে তার সঙ্গে ছিলেন ইরফান সাজ্জাদ। এর পর থেকে ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন তিনি। প্রতি মাসে বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে সুনেরাহ অভিনীত নাটক। এবার প্রথমবারের মতো ধারাবাহিক নাটকে...