এশিয়া কাপে যেন নিজেকে নতুনভাবে চিনিয়ে দিচ্ছেন সাইফ হাসান। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ৬১ রানের দুর্দান্ত ইনিংস। আর আজ ভারতের বিপক্ষেও দেখালেন ধারাবাহিকতা—খেললেন ৬৯ রানের লড়াকু ইনিংস। দলের চাপের মুহূর্তে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার দৃঢ়তা দেখাচ্ছেন এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশ দলের অধিনায়ক জাকের আলী অনিক আশা করছেন, আগামীকাল পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচেও একই ধারাবাহিকতা ধরে রাখবেন সাইফ। ম্যাচ শেষে তিনি বলেন, “সাইফ হাসান খুবই ভালো করছেন। সে যেভাবে ব্যাটিং করছেন, এতদিন পরে যেভাবে কনফিডেন্ট শো করছে আমার কাছে মনে হচ্ছে এটা দলের জন্য ভালো দিক। অন্যদেরকেও অনুপ্রাণিত করবে। আমি আশা করবো সে সামনের ম্যাচেও ভালো করবে, ইনশাআল্লাহ।” সুপার ফোরে পারভেজ হোসেন ইমনের অফফর্মে সুযোগ মিলেছিল সাইফের হাতে। সুযোগটা যে তিনি দারুণভাবে কাজে লাগিয়েছেন, তা টানা দুই ম্যাচে...