স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষ ঘিরে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে এ শিল্পগ্রুপ কর্তৃপক্ষ। ঢাকার কাকরাইলে সেন্ট মেরিজ ক্যাথেড্রালে বৃহস্পতিবার ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইলজুড়ে’ শিরোনামে ‘মোবাইল হেলথকেয়ার’ উদ্যোগ উদ্বোধন করা হবে। ঢাকার গুলশানের ‘স্যামসন সেন্টারে’ বুধবার সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রান্তিক ও অনগ্রসর অঞ্চলে মোবাইল ক্লিনিক ও টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। সুস্থ জীবনযাপন বিষয়ে সচেতনতা, বয়স্ক নাগরিকদের জন্য প্রাথমিক চিকিৎসা, মা ও শিশুর যত্ন, সাধারণ রোগের প্রাথমিক পরীক্ষা, চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, “স্যামসন এইচ চৌধুরী আজীবন দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চেয়েছেন। তার এই স্বপ্নের ধারাবাহিকতায় এই উদ্যোগের নাম রাখা হয়েছে ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইল...