একবার দুইবার নয়, চারবার জীবন পেয়েছেন ওপেনার সাইফ হাসান। খেলেছেন ৫১ বলে ৬৯ রানের দারুণ একটা ইনিংসও। কিন্তু ভারতের বিরুদ্ধে এই ইনিংস কাজে লাগলো না। ৪১ রানের হারে ফাইনালের অপেক্ষা বাড়লো টাইগারদের। অন্যদিকে ভারতের রাস্তা পরিষ্কারই হয়ে গেল। দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছে শুভমান গিলের দল। জাকের আলীদের দরকার ছিল ১৬৯ রান। কিন্তু ১২৭ রানেই শেষ হয় ইনিংস। দল হারে ৪১ রানে। ভারতের ক্যাচ মিসের সুযোগ নিয়েও জিততে পারলো না বাংলাদেশ। সাইফ হাসান ছাড়া বাকি ১০ জনের কেউই ২০ বল টিকতেও পারেননি। সাইফ ৫১ বলে ৬৯, ইমন ১৯ বলে ২১ ছাড়া বাকিরা দুই অঙ্কেও পৌঁছাতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ ৯ রান অতিরিক্ত খাত থেকে। হতশ্রী ব্যাটিংয়ের...