২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতার নারী বিভাগে ৬৯ কেজি ওজন শ্রেণীতে খেলতে নেমে ক্লিন অ্যান্ড জার্কে প্রথমবার ২১৮ কেজি তুলতে ব্যর্থ হলেন স্বর্ণকন্যা মাবিয়া আক্তার সীমান্ত। কিন্তু দ্বিতীয়বারেই লক্ষ্যে পৌঁছে গেলেন তিনি। চিৎকার দিয়ে নিজের লক্ষ্য পূরণ উদযাপন করলেন। দৌঁড়ে এগিয়ে গেলেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদের কাছে। পায়ে হাত দিয়ে সালাম করলেন। গতকাল ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতায় নতুন রেকর্ড গড়ে সোনা জিতে নিজেকে ছাড়িয়ে গেলেন সীমান্ত। দিনের পর দিন আরও যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছেন সাউথ এশিয়ান (এসএ) গেমসে টানা দুই স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত। এবার তার লক্ষ্য এসএ গেমসে হ্যাটট্রিক সোনা জেতা। আসন্ন পাকিস্তান এসএ গেমসে সেরা...