২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ এএম বাংলাদেশের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল। শুরুটাও সেভাবে করেছিল এশিয়া কাপের সবচেয়ে শক্তিশালী দলটি। অভিষেক শর্মা ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার হুংকার দিচ্ছিলেন। তবে শেষ ১০ ওভারে নিয়ন্ত্রিত বোলিং রানের গতির লাগাম টেনে ধরে ম্যাচে ফিরে টাইগররা।তবে ব্যাট হাতে সেই পুরনো বিবর্ণতা। এক সাইফ আহসান ছাড়া বুমরাহ-বরুণদের সামনে ছিলেন অসহায়।ফলে আশা জাগালেও হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ দল। ভারতের দেওয়া ১৬৯ রানের জবাবে সাইফ হাসানের ৬৯ রানের ইনিংস এর পরেও ১৯.৩ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এ জয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আর এই হারের ফলে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি কার্যত সেমিফাইনালে...