২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ‘ভারত-পাকিস্তান ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই’, সুর্যকুমার যাদভের এমন মন্তব্যের জবাবে যেন একরকম হুমকি দিলেন শাহিন শাহ আফ্রিদি। চিরপ্রতিদ্বন্দ্বীদের এশিয়া কাপের ফাইনালে দেখে নেওয়ার কথা বললেন পাকিস্তানের তারকা পেসার।চলতি এশিয়া কাপের ফাইনাল অবশ্য এখনও নিশ্চিত করতে পারেনি কোনো দল। তবে শিরোপা নির্ধারণী লড়াইয়ে প্রতিবেশি দুই দেশের মুখোমুখি হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তেমনটাই হলে, এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় প্রথমবারের মতো দেখা যাবে ভারত-পাকিস্তান ফাইনাল। ১৯৮৪ সালে এশিয়া কাপ শুরুর পর মহাদেশীয় টুর্নামেন্টটির এটি এর ১৭তম আসর। এর মধ্যে একবারও শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়নি এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী। সুর্যকুমারের নেতৃত্বে এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে আছে ভারত। শিরোপার দাবিদার মনে করা হচ্ছে তাদেরকেই। আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি দলটি। গ্রুপ পর্বের পর সুপার ফোরেও...