২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম শ্রীলঙ্কার কাছে হারলে বিদায় একরকম নিশ্চিতই হয়ে যেত। কিন্তু এই এক ম্যাচের জয়ে যেন আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে পাকিস্তান। গতপরশু রাতে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লঙ্কানদের আটকে রাখে ১৩৩ রানে। রান তাড়ায় এক পর্যায়ে ৮০ রানে ৫ উইকেট হারালেও পরে আর কোনো উইকেট না হারিয়ে জিতে যায় সালমান আলি আগার দল। সুপার ফোর থেকে বিদায়ের দুয়ারে থাকা পাকিস্তানই এখন আঁকছে ট্রফির ছবি আঁকছে। আর যে দলটির বদৌলতে সুপার ফোরে উঠেছে বাংলাদেশ সেই শ্রীলঙ্কাই এখন বিদায়ের শঙ্কায়! এই একটি ম্যাচই পাল্টে দিয়েছে এশিয়া কাপে সুপার ফোরের গোটা সমীকরণটাই। এখনো চার দলই কাগুজে হিসাব অনুযায়ী ফাইনালে ওঠার সুযোগ ধরে রেখেছে, ২৮ সেপ্টেম্বরের শিরোপা লড়াইয়ের আগে যা...