ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, টুর্নামেন্টে অপরাজিত দল—ভারতের ব্যাটিং লাইনআপ নিয়েই ছিল বাংলাদেশের মূল দুশ্চিন্তা। তবে বোলাররা সেই কাজ সহজ করে দিয়েছিলেন। ভারতকে আটকে রাখেন মাত্র ১৬৮ রানে। কিন্তু মরুর বুকে সেই রান তাড়া করতে গিয়েই ব্যর্থ হলো বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় লাল-সবুজের দল হেরে গেল ৪১ রানে। এই হারে ফাইনালে ওঠার সমীকরণ এখন একেবারেই পরিষ্কার। সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠবে স্টিভ রোডসের শিষ্যরা। আর হারলেই বিদায় নিতে হবে দেশে ফিরে। বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৪ রানে ফিরতে হয় ওপেনার তানজিদ তামিমকে। পরে পারভেজ ইমনকে নিয়ে পাওয়ার প্লে সামলানোর চেষ্টা করেন সাইফ হাসান। সপ্তম ওভারে কুলদিপ যাদব ভেঙে দেন এই জুটি। জাসপ্রিত বুমরাহকে ছক্কা হাঁকানো ইমন ফেরেন ২১ রানে, স্কয়ার...