ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রীরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় নারীদের ভূমিকার কথা তুলে ধরা হয়। এছাড়াও নারীদের রাজনৈতিক অংশগ্রহণ, গণতান্ত্রিক রূপান্তর, নেতৃত্ব বিকাশ এবং চলমান সংস্কার কার্যক্রমে তাদের সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা হয়। বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জিং বিষয়গুলোর কথা হাইকমিশনারকে অবহিত করেন এনসিপির নেত্রীরা। বৈঠকে হাইকমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ রাজনীতি বিভাগের প্রধান কেট ওয়ার্ড ও সমাজ উন্নয়ন উপদেষ্টা তাহেরা জাবিন। অপরদিকে এনসিপির পক্ষে ছিলেন ডা. তাজনুভা জাবিন, মনিরা শারমিন, ডা. মাহমুদা মিতু,নুসরাত তাবাসসুম, সাদিয়া ফারজানা, হোমায়রা নূর ও তানহা শান্তা। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের আন্তর্জাতিক সম্পর্ক সেলের ডেপুটি লিড আলাউদ্দিন মোহাম্মদ। হাইকমিশনার সারা কুক...