২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম নানান আয়োজন ও অনুষ্ঠানের মধ্য দিয়ে বেশ হৈহুল্লোরের সঙ্গেই পালিত হয়েছে জাতীয় শিশু দিবস । প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কল্যাণে শিশুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবের সংবাদ জানার ও দেখার সুযোগ হয়েছে আমাদের। মনে রাখতে হবে, শিশুদের নিয়ে ভাবনা যেন দিবস নির্ভর না হয়ে যায়। তাহলে আমাদের ভবিষ্যত দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে না। শিশুদের বিষয়ে সর্বপ্রথম যে দিকটি গুরুত্ব দিতে হবে তাহলো, সব শিশুর জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে। রাস্তায় বেরোলেই দেখা যায়, অগণিত শিশু টেম্পুর হেলপার, লেগুনার ড্রাইভার, চায়ের দোকানদার কিংবা যোগালী অথবা হোটেল রোস্তরাঁর কর্মচারী। এদের অধিকাংশই পেটের দায়ে কাজে নামে। ওদের সঙ্গে কথা বললে দেখা যাবে কারো মা অসুস্থ, কারো বাবা নেই...