২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম গত ১৮ সেপ্টেম্বর আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লন্ডন সফরকালে বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপস্থিতিতে সাংবাদিকদের কাছে তিনি এই দাবির কথা বলেন। তিনি তার ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাগরাম বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্র তৈরি করেছে এবং এটি যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে না দিলে খারাপ কিছু ঘটবে। তিনি এর স্বপক্ষে বলেন, চীন যেখানে পরমাণু অস্ত্র বানায়, সেখান থেকে বাগরাম মাত্র এক ঘণ্টার পথ। তাছাড়া রাশিয়াও কাছাকাছি। সব দিক থেকে সুবিধা। এই কারণে ঘাঁটিটা দরকার; ওটা দিতে হবে। প্রতিক্রিয়ায় আফগান সরকার যুক্তরাষ্ট্রের আবেদন প্রত্যাখান করে এবং বাগরাম বিমান ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তি হবে না বলে জানিয়ে দেয়। বলে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও...