প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস বিশ্বব্যাংককে (ডব্লিউবি) চুরি হওয়া অর্থ ফেরত আনার পাশাপাশি চট্টগ্রাম বন্দর সংস্কার ও আধুনিকায়নে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। তিনি বন্দরের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি কোটি কোটি উৎপাদন ক্ষেত্রের কর্মসংস্থান তৈরি করতে পারে এবং আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সাহায্য করবে।“চট্টগ্রাম বন্দর এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন একসাথে উন্নয়ন করি,” তিনি বলেন। তিনি আরও উল্লেখ করেন, স্থলসীমাবদ্ধ নেপাল ও ভুটান এবং ভারতের সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য উন্নত বন্দর থেকে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে।অধ্যাপক ইউনুস এই আহ্বান জানান যখন যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ফাঁকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বানগা তার সঙ্গে বৈঠক করেন।বৈঠকে দুই নেতার মধ্যে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক পরিবর্তন, আর্থিক ও ব্যাংকিং খাতের সংস্কার, চুরি হওয়া বিলিয়ন ডলারের সম্পদ ফেরত আনা, আঞ্চলিক অর্থনৈতিক সংহতি এবং...