নিজস্ব প্রতিবেদক: দেশের ইতিহাসে অন্যতম বড় আর্থিক অভিযানে আদালতের নির্দেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারসহ শীর্ষ ১১টি শিল্পগোষ্ঠীর বিপুল পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মোট ৫৭ হাজার ২৫৬ কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে, যার মধ্যে স্থাবর ও অস্থাবর উভয় ধরনের সম্পদ রয়েছে। বিএফআইইউর তথ্য অনুযায়ী, দেশের ভেতরে জব্দকৃত সম্পদের পরিমাণ ৪৬ হাজার ৮০৫ কোটি টাকা। অন্যদিকে বিদেশে জব্দ করা হয়েছে ১০ হাজার ৪৫১ কোটি টাকা। শ্রেণিবিন্যাসে দেখা যায়, স্থাবর সম্পদের পরিমাণ ১৩ হাজার ৮৭১ কোটি টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ ৪৩ হাজার ৩৮৫ কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের নির্দেশে এই বিপুল অর্থ ও সম্পদের খোঁজখবর শুরু হয়। শেখ হাসিনার পরিবারের পাশাপাশি দেশের শীর্ষ ১০টি প্রভাবশালী শিল্পগোষ্ঠীর অবৈধ আয়, কর...