২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড.ইউনূসের সফরসঙ্গী জাতীয় নেতারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের সন্ত্রাসের শিকার হয়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের পর গত এক বছরে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগকর্মীদের দ্বারা দেশের ও সরকারের প্রতিনিধিদের এমন অসভ্য আচরণের শিকার হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। ইতিপূর্বে নিউইয়র্কে ও লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও তাদের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন। এবার নিউইয়র্কের জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গেলে জাতীয় নেতারা আওয়ামী লীগ কর্মীদের আক্রমণের শিকার হতে পারেন, এমন আশঙ্কা ছিল খুব স্বাভাবিক। কিন্তু এহেন আশঙ্কা সত্তেও¡ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী জাতীয় নেতাদের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা না...