২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের সুপার ফোরে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। একই দিনে ফুটবলেও প্রতিপক্ষ হচ্ছে দল দু’টি। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে পাকিস্তানকে হারাতেই মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে গতকাল এমনটাই জানান বাংলাদেশ দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন। টুর্নামেন্টে তিন দলের ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে উঠেছে উঠেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নেপালকে ৪-০ এবং স্বাগতিক শ্রীলঙ্কাকে একই ব্যবধানে হারিয়ে গ্রুপের সেরা দল হিসেবেই সেমিতে উঠেছে লাল-সবুজরা। অন্যদিকে চার দলের ‘বি’ গ্রুপের রানার্সআপ দল হিসাবে শেষ চার নিশ্চিত করে পাকিস্তান। গ্রুপ ম্যাচে ভুটানকে ৪-০...