২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম প্রাকৃতিক সৌন্দর্যের প্রাণকেন্দ্র বাংলাদেশ। পর্যটনের জন্য প্রচুর সম্ভাবনাময় প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র সৈকত, উপজাতীয় সংস্কৃতি, বহু ঐতিহাসিক নিদর্শন, পাহাড়ী এলাকা ও ঘন অরণ্য এখানে রয়েছে, যা রীতিমত আমাদের গর্বের বস্তু। কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত রয়েছে ১২০ কিলোমিটার দীর্ঘ এবং অতুলনীয় সমুদ্র সৈকত। সৈকত ঘিরে রয়েছে চিরসবুজ পাহাড়ী অরণ্য। কক্সবাজারের পরে উখিয়া থানার ইনানীতে সৈকত জুড়ে রয়েছে বিরাট বিরাট পাথর খ-, যেগুলো জোয়ারের সময় পানিতে ডুবে যায়, আবার ভাটার সময় ভেসে উঠে। অপরূপ সৌন্দর্যমন্ডিত এলাকার এ দৃশ্যে বাংলাদেশে অনেকগুলো চলচ্চিত্র নির্মিত হয়েছে ‘জারকা’ তাদেরই একটি। কক্সবাজারের অনতিদূরে হিমছড়িতে রয়েছে পর্যটকদের হৃদয়কাড়া দৃষ্টিনন্দন জলপ্রপাত। এছাড়া কিছুদূর পর পরই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা তো রয়েছেই।...