দুবাইয়ের আকাশে আলো জ্বালানো এশিয়া কাপের সুপার ফোর ম্যাচটা যেন শেষ পর্যন্ত দাঁড়াল একপাশে কুলদীপ-অভিষেকদের দাপট, অন্যপাশে সাইফ হাসানের একাকী লড়াই। ভারত স্পিনের শক্তিতে বাংলাদেশকে চেপে ধরে ৪১ রানের সহজ জয় তুলে নিয়েছে।টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত প্রথমে তাত্ত্বিকভাবে সঠিক মনে হলেও, বাস্তবে তা উল্টো চাপ হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। ইনিংসের শুরুতেই অভিষেক শর্মা খেলেন মাত্র ৩৭ বলে ৭৫ রানের ইনিংস, যেখানে ছিল ৬ চার ও ৫ ছক্কা। পাশে ছিলেন শুভমান গিল (২৯) আর হার্দিক পান্ডিয়া (৩৮)। যদিও বাংলাদেশের বোলাররা মাঝপথে কিছুটা ফিরে আসতে সক্ষম হয়, তবু ভারত দাঁড়ায় ২০ ওভারে ১৬৮ রানে।বাংলাদেশের বোলিং আক্রমণে রিশাদ হোসেন সবচেয়ে সফল (৩-০-২৭-২)। মোস্তাফিজ, তানজিম শাকিব ও সাইফউদ্দিন নিয়েছেন একটি করে উইকেট। তবে বড় রান আটকানোর মতো ধারাবাহিকতা ছিল না কারো।জবাবে রান তাড়া...