আমাদের শরীর নানা উপায়ে তার সমস্যার জানান দেয়। তার মধ্যে একটি চোখে পড়ার মতো লক্ষণ হলো পা ফুলে যাওয়া। যা চিকিৎসা পরিভাষায় ‘Peripheral Edema’ নামে পরিচিত। অনেকেই এটিকে অতি সাধারণ কিছু মনে করে অবহেলা করেন, কিন্তু এটা শরীরের অভ্যন্তরীণ জটিল সমস্যার প্রতিচ্ছবি। দুই পা ফুলে যাওয়া : আমাদের শরীরে তরল বা ফ্লুইড রক্তনালির মাধ্যমে কোষ ও টিস্যুতে সুনিয়ন্ত্রিতভাবে চলাচল করে। যখন এই ভারসাম্য বিঘ্নি ত হয়, অর্থাৎ রক্তনালির বাইরে তরল জমতে শুরু করে, তখনই এডিমা বা ফোলা দেখা দেয়। দুই পা ফোলা সাধারণত সিস্টেমিক (সারা শরীর জুড়ে) সমস্যার ইঙ্গিত দেয়। হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাওয়া : হৃদপিন্ড যদি রক্ত যথাযথভাবে পাম্প করতে না পারে, তাহলে পা ও নিচের অংশে রক্ত জমে গিয়ে ফোলা তৈরি করে (যেমন Congestive Heart Failure)। অনকোটিক প্রেশার...