এমন ঝড়ের রাতে ছেলেবেলার কথা মনে পড়ে, রবীন্দ্রনাথের মতো আমারও বলতে ইচ্ছে করে ‘বিষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান, শিবঠাকুরের বিয়ে হবে তিন কন্যে দান।’এমন ঝড়ের রাতে বাতাসের তানের সাথে হাসনাহেনার গন্ধ ভেসে আসে। মনে পড়ে মানুষের শরীরের গন্ধ কতরকম হয়। কিন্তু, কখনো ফুলের মতো এমন মিষ্টি নয়। এমন ঝড়ের রাতে নিষ্ঠুরতম মানুষটিও কোমল হয়ে উঠতে পারে। এমন ঝড়ের রাতে নদী থেকে উঠে আসতে পারে অসংখ্য কুমির। এমন ঝড়ের রাতে শোনা যেতে পারে পরিযায়ী পাখিগুলোর টুপটাপ পতনের শব্দ। এমন...