এক পাশে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে লড়াইয়ে রাখছিলেন সাইফ হাসান। আরেকপাশে একটু একটু করে সম্ভাবনার মৃত্যু হচ্ছিল একের পর এক বিদায়ে। আগের ম্যাচে জয়ের নায়ক এবারও লড়ে গেলেন বুক চিতিয়ে। কিন্তু সঙ্গী পেলেন না একজনও। দুর্দান্ত-বোলিং ফিল্ডিংয়ে ভারতকে বাগে পেয়েও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত বড় ব্যবধানেই হেরে গেল বাংলাদেশ। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে রানে হারাল ভারত। সুপার ফোর পর্বে টানা দুই জয়ে বিশ্ব চ্যাম্পিয়নরা পৌঁছে গেল টুর্নামেন্টের ফাইনালে। ভারতের জয়ে নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কার বিদায়। বাংলাদেশ বৃহস্পতিবারই মুখোমুখি হবে পাকিস্তানের। দুবাইয়ে ম্যাচটি কার্যত সেমি-ফাইনাল। এই ম্যাচে জয়ী দল জায়গা করে নেবে ট্রফির লড়াইয়ে। দুবাইয়ে বুধবার চোটের কারণে খেলতে পারেননি অধিনায়ক লিটন কুমার দাস। টানা দুই দিন খেলা থাকায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচকেই আসল লড়াই ধরে হয়তো এ দিন একাদশে মোট চারটি...