এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত। এই ম্যাচের পর প্রথম দল হিসেবে ভারত চলে গেছে ফাইনালে। তবে ম্যাচে বাংলাদেশের হয়ে সাইফ হাসান ৫১ বলে ৬৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। সাইফ হাসান আর পারভেজ হোসেন ইমন ছাড়া আর কোনো ব্যাটারই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেনি। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৬৮ রান করেছিল ভারত। জবাবে ১৯.৩ ওভারে ১২৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ৪১ রানে হারা টাইগারদের ফাইনালে উঠতে পাকিস্তানকে হারাতেই হবে। ভারতের ভারতের পয়েন্ট এখন ৪। তাদের নেট রান রেটটাও বেশ স্বাস্থ্যকর, ১.৩৫৭। দুইয়ে থাকা পাকিস্তানের পকেটে ২ পয়েন্ট, তাদের নেট রান রেট ০.২২৬। তিনে থাকা বাংলাদেশের পয়েন্ট ২, তবে নেট...