বুধবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে দুই দিনের এ আয়োজন উদ্বোধন করা হয় বলে সাউথইস্ট ইউনিভার্সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছেন উৎসবে, যা দেশের ফার্মেসি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডিএমডি এবং সিইও মুহাম্মদ হালিমুজ্জামান, ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের পরিচালক (মার্কেটিং) এহসান আজিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জাকির আহমেদ চোধুরী। সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ইসরাত জাহান বুলবুল। অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক মো. মোফাজ্জল হোসেন, বিজ্ঞান ও...